মঙ্গলবার, ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শারদীয় দুর্গাপূজায় সাউথ লন্ডন ফাউন্ডেশনের উপহার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনীদের মাঝে পুজার উপহার বিতরণ করে পূজার আনন্দ পাশে থেকে সম্প্রীতির বন্ধন দৃঢ় করছেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার মৌলভীবাজার রোডস্থ শ্রীশ্রী সার্বজনীন দুর্গাবাড়ী প্রাঙ্গণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাউথ লন্ডন ফাউন্ডেশন এর আয়োজনে পূজার এ উপহার বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সাউথ লন্ডন ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার সমন্বয়ক আলফাজ উদ্দিন, দেবাশীষ ধর পার্থ,শাহ জাবের উদ্দিন আহমেদ ও সার্বজনীন দুর্গাবাড়ী পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই চন্দ্র দেব।

সাউথ লন্ডন ফাউন্ডেশন এর সদস্য দেবাশীষ ধর পার্থ বলেন, সাউথ লন্ডন ফাউন্ডেশন এজটি সামাজিক সংগঠন। এ সংগঠনের সভাপতি মুহিন আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সাজন চৌধুরী। এ সংগঠন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক, মানবিক, কার্যক্রম করে আসছে। আমরা ঈদ, পূজা ও নানা মানবিক কার্যক্রম করে থাকি। এরই ধারাবাহিকতায় আমরা শারদীয় দুর্গাপূজায় সনাতনী ভাই-বোনদের সাথে পূজার উপহার বিতরণ করে পূজার আনন্দ একে অন্যের সাথে ভাগাভাগি করছি। ইতিমধ্যে আমরা আশীদ্রোণ ইউনিয়নের শিববাড়ী মন্দিরে গরিব, অসহায় মানুষের মাঝে উপহার বিতরণ করেছি। আজ আমরা শহরের সার্বজনীন দুর্গাবাড়ীতে সনাতনী ভাই-বোনেদের মাঝে পূজার উপহার বিতরণ করেছি। আমাদের এধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ