
মো. আখতার হোসেন হিরন, সলঙ্গা: সিরাজগঞ্জের সলঙ্গায় জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে গতকাল রাতে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অমর একুশে বই মেলা২৫’র শুভ উদ্বোধন করা হয়েছে।
থানা ছাত্রদলের আহবায়ক হারুনর রশীদ হিরন এর সভাপতিত্বে সদস্য সচিব সুলতান মাহমুদ সুজনের সঞ্চালনায় বই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। এ সময় মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার।
আরও উপস্থিত ছিলেন থানা বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতাকর্মীসহ কলেজ ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব কাবলু মিয়া।
বই মেলায় সব ধরনের বইয়ের স্টল সহ মুখরোচক খাবার, দই মিস্টি,ফাস্টফুড সহ মোট ৪৫ টি স্টল রয়েছে। শিশুদের বিনোদনের জন্য খেলাধুলার পাশাপাশি নাগরদোলা নৌকা ভ্রমণ, ট্রেনগাড়ী সহ সব বয়সী মানুষের বিনোদনের জন্য রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজকদের সাথে কথা বলে জানা যায় মেলা আগামী ২৪ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।