
রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি (বগুড়া): বগুড়ার সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের ২১ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
উক্ত কমিটিতে আহবায়ক হিসেবে মো. কামাল উদ্দিন মন্ডল এবং সদস্য সচিব হিসেবে মো. রেজাউল করিম কয়েলকে মনোনীত করা হয়েছে।
সম্প্রতি এক মতবিনিময় সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত চালকরা বলেন, সংগঠিত হলে নিজেদের দাবি-দাওয়ার বিষয়ে সঠিকভাবে প্রশাসনের সঙ্গে কথা বলা সম্ভব হবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সহজ হবে।
নতুন দায়িত্বপ্রাপ্ত আহ্বায়ক কামাল উদ্দিন মন্ডল বলেন, চালকদের ন্যায্য অধিকার রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। কোনো চালক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে নজর রাখব।
সদস্য সচিব রেজাউল করিম কয়েল জানান, চালকদের জীবনমান উন্নয়নে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।
এ সময় আরও অনেকে তাদের মতামত দেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।