বুধবার, ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমি শহিদুলকে সম্মাননা প্রদান

এস এম আক্কাস, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমিক নামে খ্যাত দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপনের বিশেষ অবদান রাখায় শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা কোবদাসপাড়া একতা সংস্থা (কেএএস) ও গ্রামবাসীর আয়োজনে কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে বৃক্ষপ্রেমিকে সম্মাননা স্মারক ও সমাজের অসহায়, গরীব, সুবিধা বঞ্চিত ৩৬ জন ব্যক্তিকে ইফতার সামগ্রী বিতরন করা হয়।

খেটে খাওয়া দিনমজুর স্বল্প মুজুরির দৈনিক আয় থেকে ব্যক্তি উদ্যোগে নিয়মিত স্কুল কলেক মসজিদ মাদ্রাসার বিভিন্ন আঙিনায় নানা জাতের ফলদ বৃক্ষ রোপন করেন শহিদুল ইসলাম। এছাড়্ জানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০টি গাছ, কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ৪৭০টি, রফিকুল কোচিং সেন্টারে ১০০টি, খোকশাবাড়ী পূর্ণবাসনে ১০০টি, তাড়াশ, কাজিপুরসহ বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপন করেছেন।

কোবদাসপাড়া একতা সংস্থার আহ্বায়ক মাহমুদুল হাসান রনি বলেন, আর্তমানবতার সেবায় সকলের পাশে থাকতে চাই। এই বছরের প্রথম রমজানের দিন থেকে সংস্থার যাত্রা শুরু। আজ সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে বৃক্ষপ্রেমি শহিদুলকে উৎসাহ দিচ্ছি এবং ৩৬ জন গরীব মানুষদের ইফতার সামগ্রী বিতরন করছি। আগামীতে সকলের সহযোগিতা নিয়ে আরও এগিয়ে যেতে চাই।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *