বুধবার, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ,১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সীতাকুণ্ডে গাড়ির চাকা বিস্ফোরণে তরুণের ঘটনাস্থলেইু মৃত্যু

মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): সময় তখন ভোর চারটা। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ভাবে কাজ করছিলেন গ্যারেজকর্মী মো. ফাহাদ (২০)। যন্ত্রের সাহায্য লরির চাকায় দিচ্ছিলেন হাওয়া। বুঝে উঠতেই পারেনি এই হাওয়া দেওয়াটা তার জন্য শেষ মুহুর্ত।  তবে মুহূর্তেই ঘটে বিপত্তি। চাকা থেকে যন্ত্রের পাইপ খোলার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণে কেঁপে উঠে আশপাশ। বিস্ফোরণে মুহূর্তেই ফাহাদ উড়ে গিয়ে কয়েক হাত দূরে পড়েন।
ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা ইউনিয়নের নিমতলা এলাকায়। বিস্ফোরণে ঘটনাস্থলে নিহত হন মো. ফাহাদ। গতকাল মঙ্গলবার রাতে এই বিস্ফোরণের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় এই ভিডিও। খোঁজ নিয়ে জানা যায়, ৪ জুলাই নিমতলা এলাকার ‘পারভেজ মোটর ওয়ার্কশপ’ নামের এক গ্যারেজে ঘটে এই ঘটনা। নিহত ফাহাদ এই গ্যারেজে দীর্ঘ পাঁচ বছর যাবৎ কাজ করে আসছিলো।নিহত ফাহাদ নোয়াখালী জেলার সুধারাম থানাধীন কাশীপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে।
১ মিনিট ২৩ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, গ্যারেজের পাশেই একটি লরি দাঁড়ানো রয়েছে। এক পাশে যন্ত্র দিয়ে লরির খোলা চাকায় হাওয়া দেওয়া হচ্ছে। লরি ও গ্যারেজের শ্রমিক মিলে ছয়জন সেখানে ছিলেন। একপর্যায়ে ফাহাদ চাকা থেকে হাওয়ার সংযোগ-পাইপ খুলতে যান। টান দিতেই বিকট শব্দে চাকাটি বিস্ফোরিত হয়। এতে চাকাসহ ফাহাদ অন্তত পাঁচ ফুট উঁচুতে উঠে কিছুদূরে গিয়ে পড়েন।
ফাহাদ যে গ্যারেজটিতে কাজ করতেন, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে ড্রেনের মধ্যে অবস্থিত। এই গ্যারেজ থেকে সিঁড়ি দিয়ে মহাসড়কে উঠতে হয়। ওই মহাসড়কের এক পাশে চাকায় হাওয়া দিচ্ছিলেন ফাহাদ। বিস্ফোরণে সড়ক থেকে উড়ে গ্যারেজের সিঁড়ির কাছে পড়েন তিনি। আতঙ্কে অন্য কর্মীরা ঘটনাস্থল থেকে দূরে সরে যান। এর এক মিনিট পর এক যুবক এসে ফাহাদকে খুঁজতে থাকেন। পরে অন্য চারজন এসে ফাহাদের নিথর দেহ খুঁজে পান।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন। তিনি যায়যায় কালকে বলেন, ঘটনাটি তাঁর কাছে খুবই মর্মান্তিক লেগেছে। টগবগে ওই যুবক বিস্ফোরণের পর ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই মারা যান।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবুর রহমান যায়যায় কালকে বলেন, দুর্ঘটনার পর ওই যুবককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ