
মো. রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে মহাসড়কে বেপরোয়া গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মহিউদ্দিন তিনি সীতাকুণ্ড পৌরসভার ৬নং ওয়ার্ডের আমিনুর রহমানের ছেলে।
গত ২৩ জুলাই বুধবার বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে
এ বিষয়ে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে বার আউলিয়া হাইওয়ে থানাধীন মোল্লাপাড়া বিএম ডিপো নামক স্থানে চট্রগ্রামমুখী লেনের উপর মোটরসাইকেল চালক মো. মহিউদ্দিনকে অজ্ঞাতনামা গাড়ির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।