মঙ্গলবার, ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

স্কুল ছাত্র নাজমুলের জীবন বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান

জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: ‘আমি আবারও হাঁটতে চাই। স্কুলে যেতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই। আমাকে আপনারা সুস্থ করে তোলেন। আমি আর সহ্য করতে পারছি না।’ আপনারা আমাকে সহযোগিতা করেন। এমনি ভাবে আকুতি জানিয়েছে ব্রেন টিউমারে আক্রান্ত ১৮ বছরের কিশোর নাজমুল ইসলাম। সে এবার ছাতিয়ান গড় স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল সে। কিন্ত নিয়তি তাকে পরিক্ষা দিতেই দিলোনা। ফেলছে অন্য এক করুন পরীক্ষায়। চোখে ছিল হাজারো স্বপ্ন তার। এক সময় বড় হয়ে মা বাবার পাশে দাঁড়াবে। পরিবারের হাল ধরবে। কিন্তু স্বপ্ন তার শুধুই স্বপ্ন। জীবন বাঁচানোই এখন দায়।জীবন মৃত্যুর সায়াহ্নে এখন সে। পড়ালেখা করে মানুষ হবে। করবে সমাজকে অলংকৃত। দাঁড়াবে পরিবারের পাশে। সেই স্বপ্ন বাদ দিয়ে এখন শুধু বেঁচে থাকার আকুতিই করছে নাজমুলের বাবা-মা ও পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘরের মধ্যে একটি কাঠের চৌকিতে শুয়ে আছে নাজমুল। অনেক চেষ্টার পর দুই-একটা কথা বললো
এ সময় আকুতি জানিয়ে সে বলে, ‘আমি আবারও হাঁটতে চাই। স্কুলে যেতে চাই, বন্ধুদের সাথে খেলতে চাই। আমাকে আপনারা সুস্থ করে তোলেন। আমি আর সহ্য করতে পারছি না।’ আপনারা আমাকে সহযোগিতা করেন।

জানা যায়, খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের ছাতিয়ান গড় গ্রামের হাজীপাড়া নামক এলাকায় বাবা-মা ও এক বড় ভাই মিলেই নাজমুলের পরিবার। একটি বোন আছে তার বিয়ে হয়েছে। নাজমুলের বাবা একজন দিনমজুর। বড় ভাই গার্মেন্টস শ্রমিক। বেতন যা পায় তা দিয়ে ছোট ভাইয়ের চিকিৎসা ও সংসার চালানোই কষ্টকর। তাই সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাজমুল। বাবা ও ভাইয়ের পক্ষে এমন ব্যয়বহুল চিকিৎসা করানো সম্ভব নয়।

ইতোমধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের কাছে ছেলের চিকিৎসা করিয়েছেন নাজমুলের বাবা এলাহী ইসলাম। তবে ছেলেকে বাঁচাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলেছেন চিকিৎসকেরা। ছেলের চিকিৎসা, বিভিন্ন টেস্ট যাতায়াত খরচ বাবদ ৬ লক্ষাধিক টাকা দরকার। এমতাবস্থায় তিনি তার ছেলেকে বাঁচাতে সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।

পাড়া-প্রতিবেশী ও স্বজনরা বলেন, ‘আমরা সবাই চেষ্টা করে হয়তো কিছু অর্থ সংগ্রহ করতে পারবো। কিন্তু তাতে কাজ হবে না। তাই ছেলেটির চিকিৎসার জন্য সমাজের সকল হৃদয়বান, দানশীল ও বিত্তবান ব্যক্তিদের আন্তরিক সহযোগিতা আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন নাজমুলের পরিবার।

অর্থ পাঠানোর ঠিকানা
নাজমুলের (বাবা) 01753991201 (বিকাশ)
খালেদ রাইয়ান (দাদা) 01794-849191 (নগদ)
আজিজুল ইসলাম (ভাই) 01753170577 (নগদ)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ