শুক্রবার, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোবিপ্রবির ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন

ফজলে রাব্বি, নোবিপ্রবি প্রতিনিধি: আগামী এক বছরের জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে পরিসংখ্যান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম প্লাবন ও সাধারণ সম্পাদক হিসেবে ফলিত গণিত বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সোমবার (৮ আগস্ট) সন্ধ্যায় ৮৮ সদস্যের নতুন এই কমিটির অনুমোদন দেন সংগঠনটির উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কাজী লিসান, রাইসুল হাসান, রকিব আহমেদ, হাবিব রহমান, মো. ফারদুল্লাহ, আকাশ বনিক, সাব্বির আহমেদ,
মো. আব্দুর রহমান।

যুগ্ম-সাধারণ সম্পাদক আফনান ইয়ামিন, জান্নাতুল তৌফা, আরাফাত মিয়া, নাহিদা ইসলাম, আশিক নুর সামি, রিফাত মিয়া, আশরাফুল ইসলাম রনি।

এছাড়াও সাংগঠনিক সম্পাদক আল আদনান সামিসহ আরও ৭০ জন এই কমিটির বিভিন্ন পদে আসীন হন।

কমিটির নবনির্বাচিত সভাপতি ফাহিম প্লাবন বলেন” ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবগঠিত কমিটির সভাপতি হিসেবে আমি অগ্রজ এবং অনুজদের পাশে রেখে কাজ করার চেষ্টা করবো। এছাড়া শিক্ষকদের পরামর্শ এবং আমাদের সম্মিলিত চেষ্টায় এই ছাত্রকল্যাণ পরিষদ ভালো কাজ করবে বলে আমি দৃঢ়চিত্তে বিশ্বাস করি।

সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, “তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই গর্বিত। আশা করি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের মাধ্যমে আমরা শিক্ষার্থী এবং শিক্ষকদের মাঝে একটি সুসস্পর্ক তৈরী করতে সক্ষম হবো এবং এই অ্যাসোসিয়েশনকে বহুমুখী কাজের দ্বারা অনেকদূর এগিয়ে নিবো”

যায়যায়কাল/৯আগস্ট২০২২/কেএম

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *