
মো. ইমাম হোসেন রিপন, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মনোহরদী উপজেলায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন কেন্দ্রীয় যুবলীগের ১নং সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম।
মঙ্গলবার (৯ আগস্ট) মনোহরদী উপজেলার মনোহরদী পৌরসভার ২নং ওয়ার্ড চরপাড়ায় হামিদ বেপারীর বাড়ির মো. সালামকে ১টি এবং চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর গ্রামের মালেক মেম্বারের বাড়ির রিজিয়া খাতুনকে ১টি ও একদুয়ারিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর নোয়াদিয়ার শামীন জাহান স্বর্ণাকে ১টি হুইল চেয়ার বিতরণ করেন।
হুইল চেয়ার বিতরণ শেষে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম যায়যায়কালকে বলেন, আওয়ামীলীগ সরকার জনগনের সরকার। বাংলাদেশ আওয়ামীলীগ সব সময় অসহায় ও হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। তাই আমিও সে দলের যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে অসহায় ও হতদরিদ্রদের মাঝে হুইল চেয়ার বিতরণ করে যাচ্ছি। এই হুইল চেয়ার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
যায়যায়কাল/৯আগস্ট২০২২/কেএম