এ লজ্জা কার ও দায়ী কে?
ডা. মো. সাইফুল ইসলাম: সুপ্রিয় পাঠক, ‘এ লজ্জা কার ও দায়ী কে’ প্রবন্ধটি লিখতে গিয়ে কেন জানি না আমি নিজেই লজ্জা পাচ্ছি। মনটা দূর দূর করছে। হৃদয়টা কাঁপছে। লজ্জায় আমার মাথা হিট হয়ে আসছে। তারপরও আমার ভিতর থেকে কোন এক অদৃশ্য শক্তি আমার অনুভুতিকে নাড়া দিয়ে বার বার বলছে, তুমি গাইতে থাক- এ গান তুমি […]