বর্ণালী-মাসুদের কন্ঠে ‘সেই মানুষটা তুমি’
সুদীপ দেবনাথ রিমন: এ সময়ের গায়িকা বর্ণালী সরকার। সাংস্কৃতিক পরিবারে তার বেড়ে ওঠা। যার কারণে গানের প্রতি রয়েছে তার অন্যরকম ভালোলাগা। শৈশবেই গানের হাতেখড়ি। স্কুল-কলেজসহ ময়মনসিংহয়ের বিভিন্ন স্টেজে নিয়মিত পারফর্ম করেন তিনি। অন্য শিল্পীর গান গেয়ে ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন এই শিল্পী। প্রথমবারের মতো মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন বর্ণালী সরকার। গানের শিরোনাম ‘সেই মানুষটা তুমি’। জসিম […]