গ্রামে চাঁদাবাজি করতে এসে গণপিটুনিতে যুবক নিহত
সামিউল আলীম, বগুড়া : চাঁদাবাজি করতে এসে এলাকাবাসীর গনপিটুনিতে স্থানীয় আতা বাহিনীর এক যুবক নিহত হয়েছে । শুক্রবার রাতে এমনই এক ঘটনা ঘটেছে বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা এলাকার কলমা গ্রামে। নিহত রাকিব হাসান (২৪) একই উপজেলার পরিশেষ গ্রামের শামসুল আলমের ছেলে এবং স্থানীয় আতা বাহিনীর সদস্য। স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে আতা বাহিনীর […]