কাজী আল আমিন, বিজয়নগর: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর চলমান হামলা, নির্যাতন ও হত্যাচেষ্টার বিরুদ্ধে বিজয়নগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪টায় বিজয়নগরে উপজেলার সামনে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় । দৈনিক দেশ রূপান্তর’র সাংবাদিক এস এম টিপু চৌধুরীর সঞ্চলনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান খান ওমর,ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, বিজয়নগর প্রেসক্লাবের সভাপতি এইচ এম জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল হৃদয়, প্রেসক্লাব বিজয়নগরের সভাপতি সারোয়ার হাজারী পলাশ, বিজয়নগর উপজেলা প্রেসক্লাবে সভাপতি হীরা আহমেদ জাকির, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন, শফিকুর রহমান শাহিন, মোঃ মহসীন আলী, সাংবাদিক অপূর্ব দেব, শাহিন চৌধুরী, মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়াও বিজয়নগর উপজেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে সাংবাদিকরা বক্তব্যে বলেন, অনতিবিলম্বে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মানববন্ধনে বিজয়নগরের কর্মরত সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করে উপস্থিত ছিলেন। কর্মরত সকল সাংবাদিকরা হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে তারা হত্যাকারীদের দ্রুত ফাঁসির জোর দাবি জানান।মানববন্ধনে বক্তারা আরো বলেন, আসাদুজ্জামান তুহিনের মতো একজন সত্যনিষ্ঠ ও সাহসী সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা শুধু একজন মানুষকে হারানো নয়, এটি মুক্ত সাংবাদিকতার ওপর নগ্ন আঘাত। সাম্প্রতিক সময়ে সারাদেশে সাংবাদিকদের ওপর হামলা, মিথ্যা মামলা, অপহরণ ও প্রাণনাশের চেষ্টা বেড়েই চলেছে। এসবের মাধ্যমে গণমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা চলছে।