বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা আবার বেদখল
নিজস্ব সংবাদদাতা: বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা আবার বেদখল, এ যেন ইতিহাসের বুকে নির্মাণকাজের নাম করে ঠেলা-ধাক্কা! সরাইলের কালিকচ্ছ গ্রামে অবস্থিত ব্রিটিশবিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী উল্লাসকর দত্তের জন্মভিটা আবারো বেদখলের মুখে। যে বাড়িতে বাংলার এক সুসজ্জিত বিপ্লবীর আদর্শ গড়ে উঠেছিল—সেই বাগবাড়ির উঠানে এখন গাঁথা হচ্ছে কংক্রিটের পিলার। এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয়, এটি একটি যুগের […]