থানচিতে সাড়ে ৩ বছর পরে ফিরল বম পরিবার
চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান): সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের ডাকাতি ঘটনায় কেএনএফের আতঙ্কে ভয়ে পালিয়ে যাওয়ার বম জনগোষ্ঠীর মিজোরাম থেকে সাড়ে তিন বছরে পরে বান্দরবানের থানচিতে দুর্গম সীমান্তের প্রাতা পাড়ায় ৫ সদস্যদের এক পরিবার নিজ বসতবাড়ি ফিরেছেন। জানা গেছে, বিগত ২০২২ সালে কেএনএফ আতঙ্কে পালিয়ে নিজ বসতবাড়ি ছেড়ে মিজোরামে আশ্রয় নেয় তারা। দীর্ঘ সাড়ে […]